হিমালয়ের পাদদেশে অবস্থিত করতোয়ার তীর ঘেষে দেবীগঞ্জ উপজেলার অবহেলিত জনপদের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ১৯৭২ খ্রীঃ মরহুম সফিউল আলম প্রধান স্থানীয় গণ্যমান্য বিদ্যানুরাগী ব্যাক্তিবর্গ প্রশাসনিক কর্মকর্তার সহযোগিতায় মনোরম পরিবেশে উপজেলার প্রাণকেন্দ্রে দেবীগঞ্জ কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন হতে বিভিন্ন প্রতিবন্ধকতা পার হয়ে কলেজটি পঞ্চগড় জেলার শ্রেষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আত্মপ্রকাশ করে এবং শিক্ষার্থীর মানবিক, মানসিক, সৃজনশীল সুকুমার গুনাবলীর পরিপূর্ণ বিকাশ সাধনের মাধ্যমে আত্মনির্ভরশীল জাতি ও দেশ গঠনে অত্র প্রতিষ্ঠানটি অনবদ্য অবদান রেখে চলেছে। ১৯৯৪ সালে দেবীগঞ্জ কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে ডিগ্রী পাশ কোর্স চালু হয়। তিনটি বিষয়ে অনার্স কোর্সের প্রবর্তন , তিনতলা বিশিষ্ট অনার্স ভবন, চারতলা বিশিষ্ট আইসিটি ভবন ,কলেজ লাইব্রেরী, বিজ্ঞানাগার, ক্যান্টিন, কেন্দ্রীয় শহিদ মিনার নির্মান সহ অনেক সংস্কার কাজের উন্নয়ন হয়। দেবীগঞ্জ উপজেলার প্রাচীনতম এই বিদ্যাপিঠটি পূঁথিগত বিদ্যার পাশাপাশি সহশিক্ষা, সংস্কৃতি, শিক্ষার্থীর উদ্ভাবনী চিন্তাচেতনার বিকাশ সহ যুগোপযোগী আত্মনির্ভরশীল শিক্ষা প্রদান করা হয়।অভিজ্ঞ শিক্ষকমন্ডলী , মনোরম পরিবেশ, অবকাঠামো ও কঠোর নিয়মশৃংখলা শিক্ষার মানকে সমৃদ্ধ করেছে। সকলের সহযোগিতা ও আন্তরিকতার মাধ্যমে এই বিদ্যায়তন হয়ে উঠবে অত্যন্ত শালীন, নিরাপদ ও উজ্জ্বল ভবিষ্যত গঠনের সর্বশ্রেষ্ট যুগোপযোগী শিক্ষালয়।
Total Visitors:
Current Users: